এবার পাকাপাকিভাবে বন্ধ দিল্লির আফগান দূতাবাস, ভারতের অসহযোগিতাই কারণ!

Written by Sunita Das November 24, 2023 6:29 pm

দিল্লি, ২৪ নভেম্বর– পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল ভারতের আফগান দূতাবাস৷ যা দিয়ে সহজে অনুমেয় ভারতের সঙ্গে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ৷ অন্যদিকে, আফগানদের বিবৃতিতে সূত্রে জানা গেল, ভারতের অসহযোগিতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা৷
অন্যদিকে, কেন্দ্র বলছে, গত দুবছরে ভারতে আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে৷ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে ভিসা দেওয়ার সংখ্যা৷ তবে কঠিন সময়েও আফগানদের পাশে থেকেছে আফগানিস্তানের দূতাবাস৷
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে দিল্লির আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার জানানো হল, দিল্লির আফগান দূতাবাস পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হল৷ আফগান দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ভারত সরকারের ক্রমাগত অসহযোগিতার কারণেই ২৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হল দিল্লির আফগান দূতাবাস৷ গত ৩০ সেপ্টেম্বর থেকেই দূতাবাসের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল৷ আশা ছিল এই সিদ্ধান্তের পর ভারত সরকার আফগান দূতাবাসকে সাহায্য করবে৷’ বিবৃতিতে আরও বলা হয়, অনেকেই মনে করছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বন্ধ হচ্ছে দূতাবাস৷ তবে আসল কারণ মোটেই তা নয়৷
দূতাবাসের তরফে আরও বলা হয়, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও প্রবল চাপের মধ্যে কাজ চালিয়ে গিয়েছে তারা৷ ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দিল্লির আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়৷ দেশ ছেড়ে চলে যান আফগান কূটনীতিকরা৷ জানা গিয়েছে, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি আমলে নিযুক্ত দিল্লির আফগান দূতাবাসের কর্মীদের সঙ্গে তালিবান প্রশাসনের কিছুতেই বনিবানা হচ্ছিল না৷ এর আগেও দিল্লিতে আফগানিস্তানের দূতাবাস দখল করার চেষ্টা চালিয়েছে তালিবান৷ কাবুল থেকে টাকা না মেলার দরুন আফগান দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খব