• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চিরতরে বিদায় নিলেন হ্যারি পটারের ‘প্রফেসর ডাম্বলডোর’

বিদায় নিলেন বিখ্যাত হ্যারি পটার সিরিজে ‘প্রফেসর আলবাস ডাম্বলডোর’ চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার গ্যাম্বনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার। খবর বিবিসির। হ্যারি পটারের আটটি সিরিজের মধ্যে ছয়টিতেই ‘প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরে’র চরিত্রে অভিনয় করার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন।Advertisement আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া এই তারকা ষাট বছরের

বিদায় নিলেন বিখ্যাত হ্যারি পটার সিরিজে ‘প্রফেসর আলবাস ডাম্বলডোর’ চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যাম্বন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার গ্যাম্বনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার। খবর বিবিসির।

হ্যারি পটারের আটটি সিরিজের মধ্যে ছয়টিতেই ‘প্রফেসর অ্যালবাস ডাম্বলডোরে’র চরিত্রে অভিনয় করার জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন।

Advertisement

আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া এই তারকা ষাট বছরের ক্যারিয়ারে টিভি, চলচ্চিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন। জীবদ্দশায় চারবার ‘বাফতা’ চলচিত্র পুরস্কারও জিতেছিলেন তিনি।

Advertisement

Advertisement