• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বানিহালে পাথরের চাঁইয়ের ধাক্কায় খাদে ট্রাক , মৃত চার

জম্মু, ১২ সেপ্টেম্বর– পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে এসে একটি ট্রাককে খাদে আছড়ে ফেলল। এই ঘটনায় ট্রাকচালক-সহ মৃত্যু হয়েছে চার জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রামবান জেলার বানিহালের শের বিবি এলাকায়। পুলিশ সূত্রে খবর, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ট্রাকটি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শের বিবি এলাকায় আচমকাই ধস নামে। পাহাড় থেকে বিশাল বিশাল পাথরের

জম্মু, ১২ সেপ্টেম্বর– পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে এসে একটি ট্রাককে খাদে আছড়ে ফেলল। এই ঘটনায় ট্রাকচালক-সহ মৃত্যু হয়েছে চার জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রামবান জেলার বানিহালের শের বিবি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ট্রাকটি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শের বিবি এলাকায় আচমকাই ধস নামে। পাহাড় থেকে বিশাল বিশাল পাথরের চাঁই গড়িয়ে পড়তে থাকে রাস্তায়। সেই ধসের মাঝে আটকে গিয়েছিল একটি ট্রাক। একটি বিশাল পাথরের চাঁই এসে ট্রাকের উপর পরে। তার পর সেটিকে নিয়ে কয়েকশো ফুট গভীর খাদে আছড়ে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক সওয়ারিদের।

Advertisement

পুলিশ আরও জানিয়েছে, ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই গবাদি পশুগুলিরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর বানিহালে যানজটের সৃষ্টি হয়। রাস্তার যেখানে ধস নেমেছে তার দু’পাশে কয়েকশো গাড়ি আটকে পড়েছে।

Advertisement

Advertisement