• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

স্কুলের শৈাচালয়ে শিক্ষকদের লালসার শিকার নাবালিকা ছাত্রী

নবরংপুর, ১১ নভেম্বর – এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই শিক্ষকের বিরুদ্ধে৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে ওডি়শার নবরংপুর জেলার একটি সরকারি স্কুলে৷ নবরংপুর জেলার কুন্ডেই এলাকার একটি আশ্রম স্কুলে ৭ নভেম্বর ঘটনাটি ঘটে বলে অভিযোগ৷ ষষ্ঠ শেণীর ওই ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে দুই স্কুল শিক্ষককে আটকও করেছে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তিনদিন আগে, মঙ্গলবার

নবরংপুর, ১১ নভেম্বর – এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই শিক্ষকের বিরুদ্ধে৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে ওডি়শার নবরংপুর জেলার একটি সরকারি স্কুলে৷ নবরংপুর জেলার কুন্ডেই এলাকার একটি আশ্রম স্কুলে ৭ নভেম্বর ঘটনাটি ঘটে বলে অভিযোগ৷ ষষ্ঠ শেণীর ওই ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে দুই স্কুল শিক্ষককে আটকও করেছে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

তিনদিন আগে, মঙ্গলবার এই ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয় বৃহস্পতিবার৷ ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সে অভিভাবকদের ঘটনার কথা জানায়৷ ঘটনার পর থেকেই কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হয়৷ অভিভাবকেরা তাকে চিকিতসকেরা নিয়ে যান৷ সেখানে তার চিকিতসার পরও ব্যথা কমেনি৷ তখন তাকে নিয়ে যাওয়া হয় জেলা সদর হাসপাতালে৷ কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পর তাকে দেখে সন্দেহ হওয়ায় এক নার্স ছাত্রীটির সঙ্গে কথা বলেন৷  তখন সে জানায়, স্কুলের হেডমাস্টার এবং আরেকজন শিক্ষক মিলে তাকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে৷ চিকিতসকেরা বিষয়টি কিশোরীর পরিবারকে জানান৷  এরপরই কুন্ডেই থানায় ওই হেডমাস্টার এবং অন্য শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান কিশোরীর পরিবার৷ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা-সহ পকসো আইনেও তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ নবরংপুর হাসপাতালে ওই কিশোরী চিকিতসাধীন৷