তিরুবন্তপুরম, ৬ অক্টোবর– মর্মান্তিক পথ দুর্ঘটনা কেরলে। পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা ভর্তি বাস সরকারি বসের পেছনে ধাক্কা মারলে প্রাণ হারাল ৯ জন। তাঁদের মধ্যে ৫ জন স্কুল পড়ুয়া। আহতর সংখ্যা ৩৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্নাটকের এরনাকুলাম থেকে উটির দিকে যাওয়ার পথে বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারায় ৫ স্কুল পড়ুয়ার। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলে এক শিক্ষক ও অন্য বাসের তিন যাত্রীর। বাকি ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনিক কর্তারা। আসে উদ্ধারকারী দল। পুলিশের প্রাথমিক অনুমান, পর্যটনবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা মারে সরকারি বাসটিকে।
Advertisement
Advertisement



