খেরসনে গোলাবর্ষণ, শিশুসহ সাতজন নিহত

Written by SNS August 14, 2023 6:43 pm

কিয়েভ, ১৪ অগাস্ট-– দক্ষিণ ইউক্রেনের খেরসনে রবিবার রাশিয়ার গোলাবর্ষণে একটি শিশুকন্যা, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মাসহ মোট সাতজন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনায় ১৪ আগস্ট, সোমবার স্থানীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, শায়রোকা বাল্কা গ্রামে তিনজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু নিহত হয়েছে। রুশ গোলাবর্ষণে ওই অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। একটি ছবিতে একটি বাড়ির ওপরে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা গেছে। 

ক্লাইমেনকো জানান, একটি পরিবারের স্বামী, স্ত্রী এবং তাদের ২৩ দিন বয়সী শিশুকন্যা শত্রুদের আর্টিলারির গুলিতে নিহত হয়েছে। এই দম্পতির ১২ বছর বয়সী ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সে মারা গিয়েছে।

এদিকে কর্মকর্তারা বলেছেন, স্তানিস্লাভ গ্রামে ৫৭ এবং ৭১ বছর বয়সী দুজন পুরুষ নিহত এবং একজন নারী আহত হয়েছে।