জয়সলমীরের রামদেবরা থেকে ফেরার পথে একটি ট্রাকের সজোরে ধাক্কা মারে তীর্থযাত্রী বোঝাই একটি গাড়িকে । দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন তীর্থযাত্রীর। শুক্রবার গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের পালি জেলায়।
পুলিশ সূত্রে খবর গাড়িটি প্রচণ্ড গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘাতক ট্রাকটিকে খোঁজা হচ্ছে।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার গভীর রাতে রামদেবরা থেকে ফেরার সময় সুমেরপুর এলাকায় রাস্তায় উল্টো দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। উল্টে যায় গাড়ি। তীর্থযাত্রীদের আর্তনাদ ছুটে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স পৌঁছয় ৷ ঘটনায় ৬ জনের প্রাণ গেছে বলে খবর। জখম আরও ২০ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, “রাজস্থানের পালিতে মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে ৷ শোকগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ”
Advertisement



