• facebook
  • twitter
Friday, 24 January, 2025

বেপরোয়া গতির বলি, মসৌরি যাওয়ার পথে মৃত ৬

লখনউ, ১৪ নভেম্বর– গতির বলি ৬৷ মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের মুজাফরনগর জেলার চাপার এলাকায়, দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় মৃতু্য হল দিল্লির শাহদরার বাসিন্দা ছয় যুবকের৷ মৃতদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে৷ বন্ধুরা মিলে দিল্লির শাহদরা থেকে মুসৌরি যাচ্ছিল৷ সেই সময় দ্রুত গতিতে চলা তাদের গাডি়টি দিল্লি-দেরাদুন সড়কে চাপার কাছে একটি ট্রাকে

লখনউ, ১৪ নভেম্বর– গতির বলি ৬৷ মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের মুজাফরনগর জেলার চাপার এলাকায়, দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় মৃতু্য হল দিল্লির শাহদরার বাসিন্দা ছয় যুবকের৷ মৃতদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে৷ বন্ধুরা মিলে দিল্লির শাহদরা থেকে মুসৌরি যাচ্ছিল৷ সেই সময় দ্রুত গতিতে চলা তাদের গাডি়টি দিল্লি-দেরাদুন সড়কে চাপার কাছে একটি ট্রাকে ধাক্কা মারে৷ গাডি়তে চালকসহ ছয়জন ছিলেন৷ ক্রেনের সাহায্যে ট্রাকের নিচ থেকে গাডি়টিকে বের করা হয়৷ গাডি়তে থাকা ছয়জনের সবাই ঘটনাস্থলেই মারা যান৷ মৃতদের পাঁচজনের নাম জানতে পারা গিয়েছে৷ তাঁরা হলেন যোগেন্দ্র ত্যাগী, দীপক শর্মা, কুনাল, ধীরাজ, বিশাল এবং অন্য এক বন্ধু৷