• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

হাইভেল্টেজ ভারত-পাক ম্যাচের আগেই গ্রেফতার ২ লস্কর জঙ্গি

চণ্ডীগঢ়, ১৪ অক্টোবর– শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে৷ পড়শি অথচ চরম শত্রুভাবাপন্ন পাকিস্তানের সঙ্গে ভারতের এই ম্যাচ স্বভাবতই অনেক বেশি শুরুত্বপূর্ণ দুই দেশের কাছেই৷ অতিতের তিক্ততা মাথায় রেখেই সেই কারণে ম্যাচ ঘিরে নিরাপত্তাও আটো-সাঁটো৷ আর সেই নিরাপত্তার জালেই ধরা পড়ল লস্কর-ই-তৈবার দুই জঙ্গি৷ শনিবার সকালেই পঞ্জাব পুলিশের জালে ধরা পডে় দুই লস্কর জঙ্গি৷ ওই

চণ্ডীগঢ়, ১৪ অক্টোবর– শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে৷ পড়শি অথচ চরম শত্রুভাবাপন্ন পাকিস্তানের সঙ্গে ভারতের এই ম্যাচ স্বভাবতই অনেক বেশি শুরুত্বপূর্ণ দুই দেশের কাছেই৷ অতিতের তিক্ততা মাথায় রেখেই সেই কারণে ম্যাচ ঘিরে নিরাপত্তাও আটো-সাঁটো৷ আর সেই নিরাপত্তার জালেই ধরা পড়ল লস্কর-ই-তৈবার দুই জঙ্গি৷ শনিবার সকালেই পঞ্জাব পুলিশের জালে ধরা পডে় দুই লস্কর জঙ্গি৷ ওই দুই জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে৷ বড়সড় কোনও নাশকতার ছক কষছিল কি না লস্কর-ই-তৈবার এই মডিউল, তাও জানার চেষ্টা করা হচ্ছে৷
এ দিন সকালেই পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব টু্যইট করে জানান, অমৃতসর থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা সংগঠনের৷ তাদের কাছ থেকে দুটি আইইডি, দুটি হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৪টি কার্তুজ, একটি টাইম সুইচার, ৮টি ডিটোনেটর ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে মিলিত উদ্যোগেই এই অভিযান চালিয়েছিল পঞ্জাব পুলিশ৷ ধৃত দুই জঙ্গি জম্মু-কাশ্মীরের বাসিন্দা৷ এই লস্কর মডিউলকে পরিচালন করে ফিরদৌস আহমেদ ভাট নামক লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য৷ ওই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এর আগে, বুধবার দিল্লি পুলিশও কানাডায় বসবাসকারী খালিস্তানি জঙ্গি অর্শ দাল্লার দুই সহযোগীকে গ্রেফতার করে৷