• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১৮ মাস ধরে মহিলার পেটে থালার মতো যন্ত্র!

অকল্যান্ড, ৬ সেপ্টেম্বর– ১৮ মাস ধরে পেটে থালার মত যন্ত্র বয়ে বেড়াচ্ছিলেন মহিলা। যা জানার পর ডাক্তারদেরই ভিমরি খাওয়ার জো। নিউজিল্যান্ডের অকল্যান্ডে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সন্তানের জন্মের সময় চিকিৎসকের অসাবধানতায় পেটে ঢুকে গিয়েছিল অস্ত্রোপচারের যন্ত্র। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিবারের সদস্যেরা। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ওই যন্ত্রের সাহায্য

অকল্যান্ড, ৬ সেপ্টেম্বর– ১৮ মাস ধরে পেটে থালার মত যন্ত্র বয়ে বেড়াচ্ছিলেন মহিলা। যা জানার পর ডাক্তারদেরই ভিমরি খাওয়ার জো। নিউজিল্যান্ডের অকল্যান্ডে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সন্তানের জন্মের সময় চিকিৎসকের অসাবধানতায় পেটে ঢুকে গিয়েছিল অস্ত্রোপচারের যন্ত্র। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিবারের সদস্যেরা।

সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ওই যন্ত্রের সাহায্য অস্ত্রোপচারের সময় কাটা জায়গা ধরে রাখা হয়। ১৮ মাস আগে সন্তানের জন্ম দেওয়ার সময় যন্ত্রটি ওই মহিলার পেটে থেকে যায়। এর পর ১৮ মাস ধরে প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁকে পেটের পরীক্ষা করাতে বলেন চিকিৎসকেরা। এক্স-রেতে কোনও কিছু ধরা না পড়লেও সিটি স্ক্যানে দেখা যায়, খাবার থালার মতো দেখতে ওই যন্ত্রটি মহিলার পেটের মধ্যে আটকে রয়েছে।

Advertisement

সেই যন্ত্র কী ভাবে পেটের মধ্যে গেল, তা নিয়ে কোনও ব্যাখা দিতে পারেননি ওই সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে নিউজ়িল্যান্ডের স্বাস্থ্য এবং প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডয়েলের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসকদের অসাবধানতার কারণেই যন্ত্রটি মহিলার পেটে চলে গিয়েছিল।

Advertisement

Advertisement