ভরতপুর, ১৩ সেপ্টেম্বর – রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। আহত হয়েছেন ১২ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটে রাজস্থানের ভরতপুরে, জয়পুর-আগ্রা জাতীয় সড়কে। সূত্রের খবর, ২১ নম্বর জাতীয় সড়কের একটি উড়ালপুলে ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার ভয়াবহতায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহত ব্যক্তিদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। গুজরাট সরকারও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইট করে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরাও।
Advertisement
Advertisement



