পিছল ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 

করােনার কারণে পিছিয়ে গেল ইউপিএসসি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা। পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৭ জুন।

Written by SNS New Delhi | May 14, 2021 3:21 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনার কারণে পিছিয়ে গেল ইউপিএসসি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা। পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৭ জুন। কিন্তু অতিমারির কারণে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন মাস। 

বৃহস্পতিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) কর্তৃপক্ষের তরফে একথা ঘােষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১০ অক্টোবর ২০২১ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হবে। তবে সূচি পরিবর্তন আগামী দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য সংস্থার ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, করােনা কারণে গতবছর পিছিয়ে গিয়েছিল কেন্দ্রীয় সিভিল সার্ভিস ২০২০ পরীক্ষা। ইতিমধ্যে অতিমারি কারণে আরও কয়েকটি পরীক্ষা স্থগিত করেছে ইউপিএসসি। স্টাফ সিলেকশন কমিশন তারাও একাধিক চাকরি নিয়ােগের পরীক্ষা স্থগিত রাখার কথা ঘােষণা করেছে। পরীক্ষা পিছিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।