অক্ষরপ্রিয় গুপ্ত
এ বছরই ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ৭৫তম বর্ষ দেশ জুড়ে পালিত হচ্ছে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সংবিধান বলবৎ হয়েছিল। যদিও, আমাদের সংবিধান ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় গণপরিষদে গৃহীত হয়। এই কারণে, প্রতিবছর ২৬ নভেম্বর দিনটিকে “সংবিধান দিবস’ হিসেবে পালন করা হয়ে আসছে। অপরদিকে, ২৬ জানুয়ারি ভারতে “প্রজাতান্ত্রিক দিবস” হিসেবে পালিত হয়।
সংবিধানের ৭৫ তম বর্ষ উদযাপনকে উপলক্ষ্য করে, ভারত সরকারের পাবলিকেশন ডিভিশন তাদের মাসিক পত্রিকা ‘যোজনা’তে (নভেম্বর, ২০২৪) ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে সমসাময়িক রাজনীতি এবং আইন-ব্যবস্থার প্রাসঙ্গিকতাকে উল্লেখ করে, একাধিক গুরুত্বপূর্ণ প্রবন্ধের সমাহার ঘটিয়েছে। যদিও যোজনা সংখ্যাটি বাংলায় “ধনধান্যে” নামে পরিচিত। এই মাসিক পত্রিকাটি ইংরেজি, বাংলাসহ আরও ১১টি ভারতীয় ভাষায় প্রতি মাসে প্রকাশিত হয়।
সমস্ত চাকরির পরীক্ষাতেই সংবিধান থেকে বিশেষ কিছু প্রশ্ন আসে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লুবিসিএস পরীক্ষার্থীদের জন্য যোজনা একটি আদর্শ মাসিক পত্রিকা। এবারের যোজনা সংখ্যায় ভারতীয় সংবিধানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং তথ্যনির্ভর প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডক্টর অশ্বিনী সিবাল লিখেছেন “ভারতীয় সংবিধানের ৭৫তম বছর, পরম গৌরবের দিকে যাত্রা”। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেখা সাক্সেনা আলোকপাত করেছেন সামাজিক ন্যায় বিচারের প্রচারে ভারতীয় সংবিধানের ভূমিকাকে নিয়ে। তার লেখায় প্রতিফলিত হয়েছে “বিদ্রোহী সাংবিধানিকতা” এবং “রূপান্তরমূলক সাংবিধানিকতার” কাঠামোর বৈশিষ্ট্য ও পার্থক্যগুলি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক-সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ী ভারতের সংবিধানের প্রস্তাবনার দার্শনিক ও আইনি মূল্যায়নের দিকটি নিয়ে একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ লিখেছেন। সংবিধানে অখন্ডতার সামাজিক প্রভাব, রাজনৈতিক ব্যাপ্তি এবং তার আইনি মূল্যায়ন করেছেন তিনি। এছাড়াও উল্লেখযোগ্য প্রবন্ধগুলির মধ্যে বান্দারু দত্তাত্রয় ভারতীয় গণতন্ত্রে জরুরি অবস্থা নিয়ে একটি প্রাসঙ্গিক প্রবন্ধ রয়েছে। সব মিলিয়ে এবারের ধনধান্যে সংখ্যাটি ভারতীয় সংবিধানের অনেকগুলি জানা এবং অজানা বিষয়ের উপর তথ্যনিষ্ঠ এবং সমসাময়িক বিষয়ে আবর্তিত নিবন্ধে ঠাসা। পরীক্ষার্থীদের সংগ্রহ করে রাখার মতন এই সংখ্যাটির মূল্য মাত্র ২২ টাকা।