কোভিডিয়া স্কলারশিপ

কোভিডের কারণে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ‘কোভিডিয়া স্কলারশিপ’ চালু করল আই স্কলার নলেজ সার্ভিস প্রাইভেট লিমিটেড।

Written by SNS Mumbai | February 11, 2021 4:47 pm

বিবেক ওবেরয়ে। (Photo: IANS)

কোভিডের কারণে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ‘কোভিডিয়া স্কলারশিপ’ চালু করল আই স্কলার নলেজ সার্ভিস প্রাইভেট লিমিটেড। বুধবার কলকাতার এক হােটেলে এই প্রকল্পের সূচনা করেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়।

১৬ কোটি টাকার এই স্কলারশিপে বিভিন্ন বিষয়ের কোর্স ফি-এর ক্ষেত্রে প্রয়ােজন মতাে ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ মিলবে। প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী গড়ে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। এই প্রকল্পের সূচনা করে বিকে ওবেরয় উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি আশা করেন, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় মেধাবী ছাত্র ছাত্রীরা এই উদ্যোগের ফলে বেশ উপকৃত হবেন।