স্কলারশিপ না পেয়ে পড়াশুনা বন্ধ আদিবাসী ছেলেমেয়েদের 

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের টাকা কাট মানি হয়ে রাজ্যের শাসক দলের পকেটে ঢুকছে। আর স্কলারশিপ না পেয়ে পড়াশুনা বন্ধ হচ্ছে আদিবাসী ছেলে মেয়েদের।

Written by SNS Balurghat | February 23, 2021 3:04 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

চায়ে পে চর্চা থেকে রাজ্যের অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় যােজনার সুফল কেন গরীব মানুষের কাছে পৌছাচ্ছেনা তা নিয়ে সরব হলেন সংস্কৃতি ও পর্যটন শিল্পের মন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল। 

রবিবার বালুরঘাট ব্লকের পঞ্চায়েতের মাধবপুর গ্রামে সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেন মন্ত্রী। তৃণমূলের দশ বছরে শাসন কালেও এই গ্রামের কোন সঠিক উন্নয়ন হয়নি তা ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী। 

গ্রামের স্বচ্ছ ভারত প্রকল্পের কাজ নিয়েও বিভাগীয় তদন্তের দাবী তােলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যােজনার ঘর সকলে কেন পায় নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কিছু বাসিন্দারা পেলেও তাঁদের ঘরে ছাদ এখনাে তৈরী হয়নি।

সঠিক পানীয় জল সরবরাহ, শৌচালয় থেকে বঞ্চিত করা হয়েছে বসিন্দাদের। এমন সব ঘটনায় সরকারের অনীহা এবং দুর্নিতিকেই দায়ী করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের টাকা কাট মানি হয়ে রাজ্যের শাসক দলের পকেটে ঢুকছে। আর স্কলারশিপ না পেয়ে পড়াশুনা বন্ধ হচ্ছে আদিবাসী ছেলে মেয়েদের।