• facebook
  • twitter
Friday, 30 January, 2026

গ্রুপ সি ও ডি পরীক্ষার সূচি প্রকাশ এসএসসির

দুই পরীক্ষার জন্য প্রায় ১,৫০০-র বেশি পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন হবে বলে কমিশন সূত্রে খবর। যদিও পরীক্ষাকেন্দ্রের সংখ্যা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নিজস্ব প্রতিনিধি- দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে জানানো হয়েছে, আগামী ১ মার্চ ও ৮ মার্চ দু’দিন গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষা নেওয়া হবে। ঘোষিত সূচি অনুযায়ী, ১ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হবে গ্রুপ সি (ক্লার্ক) পদের লিখিত পরীক্ষা। এই পদে শূন্যপদের সংখ্যা ২,৯৮৯টি। পরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় আট লক্ষ চাকরিপ্রার্থী। অন্যদিকে, ৮ মার্চ দুপুর ১২টা থেকে নেওয়া হবে গ্রুপ ডি পদের পরীক্ষা। গ্রুপ ডি-তে মোট শূন্যপদ ৫,৪৮৮টি এবং আবেদনকারীর সংখ্যা সাড়ে আট লক্ষেরও বেশি। এই পরীক্ষা চলবে ১ ঘণ্টা ২০ মিনিট ধরে।

এসএসসির তরফে জানানো হয়েছে, দৃষ্টিহীন ও লেখায় অসুবিধা রয়েছে এমন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। দুই পরীক্ষার জন্য প্রায় ১,৫০০-র বেশি পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন হবে বলে কমিশন সূত্রে খবর। যদিও পরীক্ষাকেন্দ্রের সংখ্যা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাধ্যমিক পরীক্ষার মতোই কড়া নজরদারিতে এই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

Advertisement

বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়ার লিখিত ধাপ শেষ করতে আগ্রহী ছিল রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর। সেই কারণেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত পরীক্ষার অনুমোদন চেয়ে নবান্নে প্রস্তাব পাঠানো হয়। প্রথমে ১ ও ১৫ মার্চ পরীক্ষার প্রস্তাব থাকলেও, নবান্নের অনুমোদনের পর তা পরিবর্তিত হয়ে ১ ও ৮ মার্চ চূড়ান্ত হয়।

Advertisement

Advertisement