• facebook
  • twitter
Friday, 30 January, 2026

পরীক্ষার সূচি প্রকাশ করল সিবিএসই

প্রকাশ করা হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। মঙ্গলবার তা ঘােষণা করে সংশ্লিষ্ট বাের্ড। পরে সেই রুটিন টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পােখরিয়াল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল (File Photo: IANS/PIB)

প্রকাশ করা হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। মঙ্গলবার তা ঘােষণা করে সংশ্লিষ্ট বাের্ড। পরে সেই রুটিন টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পােখরিয়াল। 

জানা গিয়েছে, ৪ মে থেকে সিবিএসই বাের্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৭ জুন। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে আগামী ১ মার্চ থেকে। রেজাল্ট প্রকাশিত হবে ১৫ জুলাই। 

Advertisement

উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তালা ঝুলেছে। কোভিডের প্রকোপ কিছুটা কমতে গত বছরের শেষের দিকে কয়েকটি রাজ্যে স্কুল খােলা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে চলছিল পড়াশােনা। ফলে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা বেজায় বিপাকে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। সে কথা মাথায় রেখে বিভিন্ন রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস চালু করা হচ্ছে। এবার তাদের পরীক্ষার দিনক্ষণ ঘােষণা করল বাের্ড। 

Advertisement

তবে পড়ুয়াদের চাপ কমাতে আগেই প্রতিটি বিষয়ের সিলেবাস ৩০ শতাংশ কমানাে হয়েছে। প্রসঙ্গত, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এবার অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সে পথে হাঁটেনি বাের্ড। জানানাে হয়েছে, ক্লাস অনলাইনে হলেও পরীক্ষা নেওয়া হবে অফলাইনেই। লিখিতভাবেই হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের মানতে হবে সমস্ত কোভিড বিধি।

Advertisement