• facebook
  • twitter
Saturday, 8 November, 2025

ভারত বিদ্বেষী পোস্ট শেয়ারের অভিযোগে গ্রেপ্তার যুবক

ভারত বিদ্বেষী পোস্ট শেয়ার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম আসমত শেখ। বাড়ি বহরমপুর থানা এলাকায়।

ভারত বিদ্বেষী পোস্ট শেয়ার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম আসমত শেখ। তাঁর বাড়ি বহরমপুর থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার গভীর রাতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় এক ধর্মগুরুর ভাষণের পোস্ট শেয়ার করেছিলেন আসমত। সেই পোস্টে ভারত ভাগ করার ডাক দেওয়া হয়েছিল। সেই ভিডিও দেখে পুলিশের কাছে অনেকে অভিযোগ করেন। তদন্তে নেমে আসমত শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অপরিচিত এক ধর্মগুরু উসকানিমূলক বক্তব্য রাখছেন। সেখানে তিনি ভারত ভাগ নিয়ে মন্তব্য করেছিলেন। আপত্তিকর ওই ভিডিওটি যুবকের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের বৈসরনে বর্বরোচিত হামলায় মৃত্যু হয় ২৬ জনের। তারপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক অন্যমাত্রা পেয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নজরদারি বাড়িয়েছে পুলিশ। সামাজিক মাধ্যমগুলিতে কড়া নজর রেখেছে পুলিশ। বিদ্বেষমূলক পোস্ট দেখলেই তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে তারা। আর এবার বহরমপুরে গ্রেপ্তার করা হল এক যুবককে।