• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

দুই কিশোরের বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের।

প্রতীকী ছবি

দুই কিশোরের বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের। ইতিমধ্যেই এক কিশোরকে আটক করেছে পুলিশ। আরেকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাধ্যমিক পরীক্ষার্থী মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদা পল্লি মাঠপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত দুই কিশোর ওই নাবালিকাকে একটি ভাড়াবাড়িতে নিয়ে যায়। তারপর সেখানেই তারা ওই কিশোরীকে গণধর্ষণ করে। অভিযোগ, নাবালিকা ওই ছাত্রীর ভিডিও রেকর্ড করে ওই দুই কিশোর। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

Advertisement

এরপর ওই নাবালিকা কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসে। পরিবারের লোকজনকে গোটা ঘটনার কথা খুলে জানায়। দুই কিশোরের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে। আরেক কিশোর সুযোগ বুঝে পালিয়ে যায়। একটি সূত্রের দাবি শুক্রবার রাতে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। তারপরই ঘটনা জানাজানি হয়। নির্যাতিতার দাবি, ওই ভাড়া তাকে ধর্ষণ করা হয়। দুই অভিযুক্তের মধ্যে একজন ওই ঘটনার ভিডিও করে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শুক্রবার বিকেলে নাবালিকাকে কথার জালে ফাঁসিয়ে ছেলে দুটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়েছিল। এরপর সেখানেই তারা কিশোরীকে ধর্ষণ করে। এখানেই শেষ নয়, ভিডিও রেকর্ড করে নির্যাতিতাকে সেটা দেখিয়ে ব্ল্যাকমেলও করে তারা। স্থানীয় বাসিন্দারা ওই দুই কিশোরের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement