• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।

১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। যদিও বৃদ্ধ দাবি করেছে, ওই নাবালিকার বাড়ির লোকজনের সঙ্গে বেশ কয়েকদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সেই কারণে তাঁকে ফাঁসানো হয়েছে।

পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে খেলার জন্য ওই নাবালিকা বাইরে গিয়েছিল। সেই সময় তাকে ডেকে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে নাবালিকা। বাড়িতে ফিরে নিজের মাকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে সে। তারপর অভিযুক্তের বাড়িতে চড়াও হন নাবালিকার পরিবারের সদস্যরা। কিন্তু অভিযুক্ত ও তাঁর বাড়ির লোকজন সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

Advertisement

নাবালিকার পরিবারের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্তের পরিবার। এর জন্য গ্রামে সালিশি সভা ডেকে বিষয়টি মিটমাট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে প্রথমে আটক করে পুলিশ। তারপর রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও বৃদ্ধের পরিবারের দাবি, তাঁদের সঙ্গে নাবালিকার পরিবারের জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছে। সেই কারণে বৃদ্ধকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

Advertisement

Advertisement