• facebook
  • twitter
Monday, 14 July, 2025

নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। মৃত্যু হয়েছে ২৭ বছরের এক যুবকের।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। মৃত্যু হয়েছে ২৭ বছরের এক যুবকের। জ্বর এবং পেটের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু পরিবারের দাবি, ওই হাসপাতালে তাঁদের রোগীর যথাযথ চিকিৎসা হয়নি। বরং তাঁকে অবহেলা করা হয়েছে। আর সেই কারণেই অকালে তাঁরা বাড়ির ছেলেকে হারিয়েছেন।

মৃত যুবকের নাম সুবীর লাকরা। তিনি বিজয়নগর চা বাগানের বাসিন্দা ছিলেন। পেটের সমস্যা ও জ্বর নিয়ে বেশ কিছুদিন ভুগছিলেন। অবশেষে তাঁকে বৃহস্পতিবার সকালে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর ভাই প্রীতম লাকরার অভিযোগ, প্রচন্ড শরীর খারাপ অবস্থায় তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসকদের গাফিলতির জন্য তাঁর ভাই প্রাণ হারিয়েছেন। আয়াকে দিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ানো হয়েছিল। কেউ এসে ঠিক মতো পরীক্ষা পর্যন্ত করে দেখেনি। ডাক্তারদের অনুরোধ করা সত্ত্বেও কেউ আসেনি। এমনঙ্কী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করা হয়।

সুবীর লাকরার মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজন হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তাঁরা চিকিৎসকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলানোর জন্য নকশালবাড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষও ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবারের তরফে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু হবে।