পূর্ব বর্ধমান জেলার দুটি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। বর্ধমান-২ ব্লকের ওই দুটি সমবায়ের মধ্যে একটি হল সামন্তী সমবায় সমিতি, অন্যটি শুকুর সমবায় সমিতি।
বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার জানান, বুধবার দুটি সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস দুটিতেই মনোনয়ন জমা করলেও বিরোধীরা কোনও মনোনয়ন জমা করেনি। স্বাভাবিকভাবেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে দুটি সমবায়ে জয়ের পর আবীর খেলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী ও সমর্থকদের।