• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিয়ের রাতেই মর্মান্তিক পরিণতি, স্বামীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বিয়ের রাতেই মৃত্যু, স্বামীর নিথর দেহ আগলে সারারাত বসে নববধূ। মঙ্গলবার সকালে নববধূকে আটক করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোদপুরে।

প্রতীকী ছবি

বিয়ের রাতেই মৃত্যু, স্বামীর নিথর দেহ আগলে সারারাত বসে নববধূ। মঙ্গলবার সকালে নববধূকে আটক করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সোদপুরের ঘোলা এলাকায়। এটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভি দাস ও বিউটি রায় দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু পরিবার মেনে না নেওয়ায়, সোমবার রাতে দু’জনে পালিয়ে গিয়ে ঘোলা নবপল্লি এলাকায় এক বন্ধুর ভাড়া বাড়িতে গোপনে বিয়ে করেন। কিন্তু বিয়ের পরই বাড়ি ফিরতে চান বিউটি। এতে আপত্তি জানান অভি। এই নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়।

Advertisement

এরপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে অভির রহস্যজনক মৃত্যু হয়। অভিযোগ, সারারাত স্বামীর দেহ আগলে বসে থাকেন বিউটি। সকালে বাড়ির মালিক অভির দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং বিউটিকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

অভি দাসের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, খুন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকজন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement