বৃষ্টির জল ঢুকে পড়ায় দুর্ভোগ রঘুনাথপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরে। বৃহস্পতিবার রঘুনাথপুর-১ ব্লক ও পঞ্চায়েত সমিতির কার্যালয় চত্বরে থাকা তথ্য ও সংস্কৃতি দপ্তরে বৃষ্টির জল ঢুকে পড়তে দেখা গিয়েছে। শুধু এই দপ্তরে কর্মরত কর্মীরাই নয়, জল দাঁড়িয়ে পড়ায় অসুবিধার সম্মুখীন হয়েছেন ব্লকে আগত বিভিন্ন মানুষজন।
রঘুনাথপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ন ঘোষ বলেন, ‘একটু বৃষ্টি হলেই আমাদের দপ্তরের সামনে জল জমা হয়ে যায়। ফলে আমাদের সমস্যা তো হয়ই। এ বিষয়ে পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে।’
Advertisement
পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লক চত্বরে রয়েছে ব্লক ও পঞ্চায়েত সমিতি সহ তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ডাকঘর। বিভিন্ন দপ্তরে বিভিন্ন কাজ নিয়ে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ব্লকের কাজে এসেছিলেন শহরের আনন্দ রায়। তিনি জল যন্ত্রণার কথা তুলে বলেন, ‘একটু বৃষ্টি হলেই ব্লকে ঢোকার এই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। আমরা এর সমাধান চাই।’
Advertisement
রঘুনাথপুরের বিজেপির বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, ‘রঘুনাথপুর পৌরসভা এলাকায় বহু জায়গায় জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। কিছুদিন আগে বারিকবাঁধ এলাকায় একটা অংশ জলমগ্ন হয়ে পড়ে। রঘুনাথপুর-১ ব্লকের এই রাস্তা দিয়ে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিক কার্যালয়ে ঢুকছেন। অথচ তাঁরা দেখেও দেখেন না। কোনও ব্যবস্থা নেননি। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে আমরাই আসছি। এরপর এই সব সমস্যা আর থাকবে না।’
রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শুকুরমনি মুর্মু জল দাঁড়িয়ে পড়ায় সমস্যার কথা স্বীকার করে জল নিকাশী ব্যবস্থা শীঘ্রই ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Advertisement



