এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। মালদহের মানিকচকের একটি স্কুলের ঘটনা। ভূতনি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ছাত্রীরা। অভিযুক্ত শিক্ষক অবশ্য ছাত্রীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘পড়াশোনা না করায় আমি ছাত্রছাত্রীদের বকাঝকা, মারধর করে থাকি। তা নিয়েই হয়তো রাগের কারণে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।’
ছাত্রীদের অভিযোগ, বাংলা শিক্ষক বিভিন্ন অজুহাতে তাঁদের গায়ে হাত দেন। কুকথা বলেন। বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেন। দিন দিন স্যারের অসভ্যতা বেড়েই চলেছিল। এক ছাত্রীর বক্তব্য, ‘সমস্ত ঘটনার কথা প্রধান শিক্ষককেও জানিয়েছিলাম। প্রধান শিক্ষকও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছি।’
Advertisement
এক ছাত্রী বলেন, ‘প্রধান শিক্ষককে অভিযোগ জানানো পর বাংলার শিক্ষক বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেন। ক্লাসে সকলের সামনে আমাকে ছোট করার চেষ্টা করেন। আমি ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’ প্রধান শিক্ষক বলেন, ‘ছাত্রীরা আমাকে অভিযোগ জানিয়েছিল। শুনেছি পুলিশেও অভিযোগ করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Advertisement
Advertisement



