• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বাসন্তী পুজোর মণ্ডপে আগুন প্রতিবাদে রাস্তা অবরোধ

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। চল্লিশ বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজোর আয়োজন করা হচ্ছে, এবছরও তার অন্যথা হয়নি। স্থানীয় সূত্রে অভিযোগ, শনিবার ভোর রাতে প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যেই আগুনে গ্রাসিত হয় পূজা মণ্ডপ, ক্ষতিগ্রস্থ হয় মূর্তিও। মণ্ডপের অগ্নি কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

প্রায় ৪০ মিনিট ধরে চলে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীরা পুলিশের কাছে দাবি করেছেন যে এই ঘটনায় অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। পুলিশ সূত্রে জানাগেছে যে পুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিবাদ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অপরাধীকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

Advertisement

Advertisement

Advertisement