খাটের তলা থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙার সাহাপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মিঠু দত্ত (৪৩)। প্রায় ১১ বছর আগে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর তিনি দুই সন্তানকে নিয়ে থাকতেন। পরে দেওরের সঙ্গে থাকতে শুরু করেন। স্থানীয় সূত্রে খবর, সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়নি। তবে স্বামী-স্ত্রীর মতোই থাকতেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে দু’জনের অশান্তি চলছিল দেওর-বোদির। চিৎকার-চেঁচামেচি করতেন তাঁরা। সোমবার রাত থেকেই মিঠুর খোঁজ মিলছিল না। দুই ছেলে নানা জায়গায় মাকে খুঁজে বেড়ায়। মঙ্গলবার খাটের তলা থেকে কম্বল মোড়ানো অবস্থায় মিঠু দত্তর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ।
Advertisement
মুখ থেঁতলানো অবস্থায় ওই বধূর দেহ উদ্ধারের খবর ছড়াতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বধূকে খুন করা হয়েছে গলায় ফাঁস দিয়ে। তাপর দেহ কম্বলে মুড়ে খাটের তলায় ঠেলে দেওয়া হয়েছে। দেওর প্রদীপের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। তিনি পলাতক। তাঁর খোঁজ চলছে।
Advertisement
Advertisement



