• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গোবরডাঙায় সফলভাবে সমাপ্ত হলো ৯ম চিরন্তন নাট্য উৎসব ২০২৫

তিন দিনব্যাপী ৯ম চিরন্তন নাট্য উৎসব ২০২৫ সফলভাবে সমাপ্ত হলো। গোবরডাঙা চিরন্তনের উদ্যোগে আয়োজিত এই উৎসব গোবরডাঙা টাউন হল এবং চিরন্তন কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উৎসবের সূচনা হয় প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং গোবরডাঙা চিরন্তনের অভিনেত্রী রিমা মুখার্জীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। গোবরডাঙা চিরন্তনের পক্ষ থেকে এই উৎসব তাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

তিন দিনব্যাপী ৯ম চিরন্তন নাট্য উৎসব ২০২৫ সফলভাবে সমাপ্ত হলো। গোবরডাঙা চিরন্তনের উদ্যোগে আয়োজিত এই উৎসব গোবরডাঙা টাউন হল এবং চিরন্তন কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উৎসবের সূচনা হয় প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং গোবরডাঙা চিরন্তনের অভিনেত্রী রিমা মুখার্জীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। গোবরডাঙা চিরন্তনের পক্ষ থেকে এই উৎসব তাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত, শিল্পায়নের কর্ণধার আশিস চ্যাটার্জী, নকশার কর্ণধার আশিস দাস, বিখ্যাত অভিনেতা গৌতম মুখার্জী, সংস্কার ভারতীর জেলা সভাপতি শাশ্বতী নাথ, স্বপ্না মুখার্জী -সহ বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশিষ্টজনেরা অনুষ্ঠানের সূচনা করেন।

Advertisement

উৎসবের প্রথম দিন ১৭ জানুয়ারি ও দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি, এই দু’দিন চারটি করে মোট আটটি নাটক মঞ্চস্থ হয়। তৃতীয় দিনে আরও দুটি নাটক পরিবেশিত হয়, যা দর্শকদের মন জয় করে।

Advertisement

শেষদিন অর্থাৎ ১৯ জানুয়ারি, চিরন্তন কলা কেন্দ্রে আয়োজিত হয় একটি সেমিনার। সেমিনারের বিষয় ছিল ‘ভারত মুনির নাট্যশাস্ত্র রচনার প্রেক্ষাপট’। এই সেমিনারে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও গবেষকরা তাদের মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন। সেমিনারটি উৎসবের একটি বিশেষ আকর্ষণ ছিল এবং উপস্থিত দর্শকরা এই আলোচনা থেকে অনেক মূল্যবান তথ্য ও ধারণা লাভ করেন।

উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাট্যদল তাদের সেরা পরিবেশনা নিয়ে হাজির হয়। নাটকগুলিতে সমাজ, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের নানা দিক ফুটে ওঠে। নাটকের মাধ্যমে শিল্পীরা দর্শকদের আবেগঘন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে সক্ষম হন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসব শুধুমাত্র নাট্যশিল্পের এক প্রদর্শনী নয়, বরং এটি সৃজনশীলতাকে একত্রিত করার একটি বৃহৎ প্রচেষ্টা। গোবরডাঙা চিরন্তন ভবিষ্যতেও এমন নাট্য উৎসব আয়োজন করে নাট্যশিল্পকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার করেছে।

এই উৎসব গোবরডাঙার নাট্যপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে থেকে যাবে, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement