• facebook
  • twitter
Sunday, 22 June, 2025

রাধিকাপুর-দিল্লি এক্সপ্রেসে ধোঁয়া

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ট্রেনটি কালিয়াগঞ্জের ডালিমগাঁও সংলগ্ন লক্ষ্মীপুর রেলগেটে পৌঁছতেই চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ট্রেনটি কালিয়াগঞ্জের ডালিমগাঁও সংলগ্ন লক্ষ্মীপুর রেলগেটে পৌঁছতেই চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারাই ট্রেনটিকে রেল গেটের উপর দাঁড় করিয়ে দেন। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। রায়গঞ্জ স্টেশনের ম্যানেজার রাজু কুমার বলেন, ‘ট্রেনটি জোরে ব্রেক কষার কারণে ওই ঘটনা ঘটেছে। বড় কোনও বিপদ হয়নি।’

রেল সূত্রে খবর, কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর রেলে গেটে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ইঞ্জিনের পিছনের বগির জেনারেটর ভ্যানের ব্রেকে সমস্যার কারণেই আচমকা এই ধোঁয়া বের হয়। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে লোকো পাইলটই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ত্রুটি মেরামতির পরে গন্তব্যের দিকে রওনা দিয়েছে ট্রেনটি। সামান্য এই সমস্যার জেরে নির্ধারিত সময়ের থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে কালিয়াগঞ্জ থেকে দিল্লি রওনা হয় ট্রেনটি।