• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

মেদিনীপুরে তৃণমূল জেলা সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রদীপ সরকার

ইতিমধ্যেই পরবর্তী জেলা সভাপতি হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। এদের মধ্যে রয়েছেন নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ।

পশ্চিম মেদিনীপুরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদে পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রয়েছেন সুজয় হাজরা। সুজয়ের স্থলাভিষিক্ত হতে পারেন প্রদীপ। জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ার পর মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে জয়ী হন সুজয় হাজরা। একইসঙ্গে বিধায়ক ও জেলা সভাপতি হওয়ার দ্বৈত দায়িত্ব থেকে সুজয়কে অব্যাহতি দিতে চাইছে দল। এর আগে জেলার বেশ কয়েকজন বিধায়ক সুজয়ের কর্মকাণ্ডে অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন। প্রকাশ্যে অবশ্য কোন বিধায়কই সে কথা স্বীকার করতে চাননি। সুজয় সভাপতি পদ থেকে শেষ পর্যন্ত সরে গেলে এইসব বিধায়কদের তার প্রতি অনাস্থা বড় কারণ হতে পারে।

ইতিমধ্যেই পরবর্তী জেলা সভাপতি হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। এদের মধ্যে রয়েছেন নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ। প্রদ্যুৎবাবু খড়্গপুরের বিধায়ক দীনেন রায়ের ঘনিষ্ঠ। দলের অন্দরমহলে প্রদ্যুৎ ঘোষ রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অনুগামী বলেই পরিচিত।

প্রদ্যুৎবাবুর পরেই আলোচনায় রয়েছে নারায়ণগড়ের বর্তমান বিধায়ক সূর্য অট্টের নাম। সূর্য ডাকাবুকো নেতা বলেই পরিচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাকে স্নেহের চোখে দেখেন। বিধায়কের পাশাপাশি জেলা সভাপতির দায়িত্ব একজন ব্যক্তিকেই দেওয়া হবে কিনা সেটা শীর্ষ নেতৃত্বের বিচার্য বিষয়।

জেলা সভাপতি হিসেবে মেদিনীপুর নিবাসী এক যুবনেতার কথাও শোনা যাচ্ছে। কার্যত আচমকাই তার নাম আলোচনার স্তরে উঠে এসেছে।
মেদিনীপুর সাংগঠনিক জেলার পরবর্তী তৃণমূল সভাপতি হিসেবে পোড়খাওয়া নেতা নির্মল ঘোষ এর নাম শোনা যাচ্ছে নির্মলবাবু বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তাকে দায়িত্ব দেওয়া হলে সেই ক্ষেত্রে একই ব্যক্তিকে দুটি দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে আসবে।

তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে রয়েছেন খড়গপুর সদর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা খড়গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার। ২০২২ সালের ডিসেম্বর মাসে গরিষ্ঠ সংখ্যক কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে প্রদীপকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রদীপ সরে যাওয়ার পর পুরসভার অন্দরমহলে ডামাডোল কমা তো দূরের কথা বরং আরো বেড়ে যায়। প্রদীপকে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। এবারে দলের সাংগঠনিক কাজে তাকে দল ব্যবহার করতে চাইছে এমনটাই খবর। জনসংযোগে এবং প্রশাসনের সঙ্গে সংযোগ রেখে কাজ করতেও প্রদীপ অত্যন্ত দক্ষ এমনটাই মনে করছে দল। বর্তমান সভাপতি সুজয় হাজরার সঙ্গে প্রশাসনের একটা বিরোধ তৈরি হয়েছে। প্রদীপের ক্ষেত্রে বিরোধের সম্ভাবনা তৈরি হবে না এমনটা দল মনে করছে। এখন দেখার মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি আদৌ পরিবর্তন হয় কি না। আর হলেও কার ভাগ্যে শিকে ছেড়ে।