বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর। আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবপুর চৌপতি সংলগ্ন এলাকায়।
মৃত গৃহবধূর নাম পাখি দাস। শনিবার পাখি সহ একই পরিবারের চারজন গাড়িতে করে শিলডাঙায় বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখানে বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত তিনটে নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এর জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছিল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। গাড়ির সব যাত্রীকে উদ্ধারের পর দেখা যায়, পাখি দাস নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে যাওয়া হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।