• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পথ দুর্ঘটনায় এনভিএফ কর্মীর মৃত্যু

মৃতের নাম দুখু মুর্মু (৩৫)। তিনি শালবনি থানার খড়িকাশুলি এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে ডেবরা থানায় অস্থায়ীভাবে কর্মরত ছিলেন দুখু।

প্রতীকী ছবি।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক এনভিএফ কর্মী। শনিবার পঞ্চমীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। মৃতের নাম দুখু মুর্মু (৩৫)। তিনি শালবনি থানার খড়িকাশুলি এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে ডেবরা থানায় অস্থায়ীভাবে কর্মরত ছিলেন দুখু।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই রাতে বালিচক-ডেবরা রাজ্য সড়কের পিডব্লিউডি অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিজের মোটরবাইকে ডেবরা থানা থেকে ডেবরা বাজারের দিকে যাচ্ছিলেন দুখু মুর্মু। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে।

Advertisement

দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই গুরুতর আহত অবস্থায় দুখু মুর্মুকে উদ্ধার করেন ও খবর দেন থানায়। পুলিশ এসে প্রথমে তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, মাত্র দু’মাস আগে তিনি পুলিশ লাইন থেকে ডেবরা থানায় যোগ দিয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও নাবালক দুই সন্তান। মৃত কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পাশাপাশি, ঘটনাটি ঘিরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement