• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুর্শিদাবাদে চায়ের দোকানে খুন

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পদ্মনাভপুর গ্রামে শুক্রবার সকালে চায়ের দোকানেই খুন হলেন স্থানীয় বাসিন্দা লাল্টু শেখ ওরফে আব্দুল খালেক।

এক কাপ চা খেতে গিয়েছিলেন প্রতিদিনের মতোই। কিন্তু সেই চায়ের আড্ডাই হয়ে উঠল জীবনের শেষ গন্তব্য। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পদ্মনাভপুর গ্রামে শুক্রবার সকালে চায়ের দোকানেই খুন হলেন স্থানীয় বাসিন্দা লাল্টু শেখ ওরফে আব্দুল খালেক। পুলিশের প্রাথমিক অনুমান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জটিলতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির পাশের একটি চায়ের দোকানে গিয়েছিলেন লাল্টু। প্রত্যক্ষদর্শীদের দাবি, দোকানির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কথাকাটাকাটি তীব্র আকার নিতেই দোকানি হঠাৎ বাড়ির দিকে ছুটে যান। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তিনি হাতে ধারালো হাঁসুয়া নিয়ে ফিরে আসেন এবং আচমকা লাল্টুর উপরে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন লাল্টু শেখ।

Advertisement

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন ভয়াবহ দৃশ্য। রক্তে ভেসে গিয়েছে চায়ের দোকানের সামনে জায়গা। আতঙ্কে কেউ কেউ পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় লাল্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত চায়ের দোকানির সঙ্গে লাল্টুর ঘনিষ্ঠ সম্পর্ক থেকে তৈরি হয়েছিল এক বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন। সেই সম্পর্কই পরিণতি পেয়েছে রক্তারক্তিতে। যদিও বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত দোকানি পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়। এলাকাজুড়ে এখন চাপা আতঙ্ক। হরিহরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে সম্পর্কজনিত বিরোধ থেকেই এই ঘটনা বলে মনে হচ্ছে। তবে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।’

Advertisement