• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুল্টী তরুণ সংঘে ২৫ ফুটের কালী প্রতিমা

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের মুল্টী তরুণ সংঘের এবারের কালী পুজোর থিম কাল্পনিক মন্দির। ৫৩-তম বর্ষে প্রতিমাতেও রয়েছে চমক।

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের মুল্টী তরুণ সংঘের এবারের কালী পুজোর থিম কাল্পনিক মন্দির। ৫৩-তম বর্ষে প্রতিমাতেও রয়েছে চমক। ২৫ ফুটের প্রতিমা তৈরি করা হয়েছে এবার। আলোকসজ্জাতেও রয়েছে নতুনত্ব। কালী পুজোর দিন থেকেই প্যান্ডেল দেখতে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ।

পুজোর পাশাপাশি মুল্টী তরুণ সংঘের উদ্যোগে প্রতি বছরই আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা। এবারও কয়েকশো কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এছাড়া পুজোর ক’দিন থাকছে বিরাট বিচিত্রানুষ্ঠান। বাউল সঙ্গীতেরও আয়োজন করা হয়েছে এবার। মগরাহাটের এই পুজো দেখতে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা থেকে মুল্টীতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।

Advertisement

Advertisement

Advertisement