• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজাপুরে প্রতিমা বিসর্জন ঘিরে উত্তেজনা, ইটবৃষ্টিতে আহত কয়েক জন

শুক্রবার রাতে রাজাপুর খালে তিনটি প্রতিমা বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এক পথচারীর সঙ্গে পুজো কমিটির কয়েক জনের কথা কাটাকাটি হয়। 

 কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শুক্রবার মধ্য রাতে উত্তেজনা ছড়াল হাওড়ার রাজাপুর থানার বাসুদেবপুর লালপোল এলাকায়। বিসর্জনের আনন্দ মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় এক সিভিক কর্মী ও এক ভিলেজ পুলিশকর্মী-সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজাপুর খালে তিনটি প্রতিমা বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এক পথচারীর সঙ্গে পুজো কমিটির কয়েক জনের কথা কাটাকাটি হয়।
প্রথমে স্থানীয়রা বিষয়টি সামলে নিলেও কিছুক্ষণ পর ওই পথচারী বেশ কিছু লোকজন নিয়ে ফিরে আসে বলে অভিযোগ। এরপরই শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি ও ভাঙচুর। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ বাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে ফের অশান্তি না ছড়ায়।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement