• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বানারহাটে ছাগলের লোভে খাঁচায় বন্দি চিতাবাঘ

সাতসকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। শনিবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে।

সাতসকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। শনিবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে। দিন কয়েক আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। এরপরই চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতা হয়। টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল। সেই ছাগলের লোভে খাঁচায় ঢুকেই বন্দি হয়েছে চিতাবাঘটি। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ জানান, খাঁচা পাতার তিনদিন পর বন্দি হয়েছে চিতাবাঘটি। এটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এদিনই বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মত শনিবার সকালেও বাগানে শ্রমিকরা কাজ করতে এসেছিলেন। সেই সময় তাঁরা খেয়াল করেন, চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে। এরপর বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার বনকর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। সুস্থ থাকায় বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বাগান সূত্রে খবর, ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মধ্যে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। তিনদিনেই চিতাবাঘটি বন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শ্রমিকরা।

Advertisement

Advertisement

Advertisement