• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

প্রায় রোজই বাড়ির হাঁস, মুরগি, ছাগল উধাও হয়ে যাচ্ছিল বলে দাবি গ্রামবাসীদের। খবর পেয়ে বাগানে গিয়ে খাঁচা পেতে আসেন বনকর্মীরা।

ফাইল ছবি।

ছাগলের লোভে খাঁচায় ধরা দিল চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাটের গ্যান্দ্রাপাড়া চা বাগানের ঘটনা। ওই বাগানের সেকশন নম্বর ২০ ও ২১-এর মাঝে কয়েকদিন ধরেই চিতাবাঘের আনাগোনা চলছিল। প্রায় রোজই বাড়ির হাঁস, মুরগি, ছাগল উধাও হয়ে যাচ্ছিল বলে দাবি গ্রামবাসীদের। খবর পেয়ে বাগানে গিয়ে খাঁচা পেতে আসেন বনকর্মীরা।

শনিবার রাত ৯টার দিকে বাগানের কয়েকজন শ্রমিক চিতাবাঘের গর্জন শুনতে পান। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, খাঁচার মধ্যে ছটফট করছে চিতাবাঘটি। বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের আধিকারিক ও কর্মীরা বাঘটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে খবর, কর্মীরা চা বাগানের সীমানায় খাঁচা পেতে রেখেছিলেন। খাবার খুঁজতে এসে তাতেই ধরা দেয় চিতাবাঘটি।

Advertisement

বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার হিমাদ্রী দেবনাথ বলেন, ‘চিতাবাঘটিকে পর্যবেক্ষণ রেখে পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’ জলপাইগুড়ির মুখ্য বনপাল বিকাশ ভি বলেন, ‘চিতাবাঘটির বয়স ৬ বছর। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা গিয়েছে, চিতাবাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সেটিকে পর্যবেক্ষণের রাখা হয়েছে। শীঘ্রই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দপ্তর পুরো ঘটনায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছে।

Advertisement

Advertisement