• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মালদায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, পলাতক পঞ্চায়েত সদস্য 

ঘরে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে।

ঘরে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোলে। কেবল তাই নয় অভিযুক্ত নেতাকে ধরতে গিয়ে আক্ৰান্ত হয়েছেন ওই গৃহবধূর পরিবারের লোকজনও। জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ ওই মহিলার বাড়িতে ঢোকেন পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। সেই সময় ঘরে একাই ছিলেন গৃহবধূ। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

মহিলার চিৎকার শুনে ছুটে এসেছিলেন তাঁর পরিবারের লোকজন। বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন ওই পঞ্চায়েত সদস্য। কিন্তু পরিবারের লোকজন ও আশেপাশের প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন। খবর পেয়ে মাসুদুর রহমানের লোকজন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। বেশ কিছুক্ষন মহিলাটির পরিবারের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ চলে। অভিযুক্ত নেতাকে প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিল তাঁর অনুগামীরা। এমনকি মহিলার পরিবারকেও বেধড়ক মারা হয়। তাঁরা চিকিৎসার জন্য রাতেই গাজোল হাসপাতালে যাচ্ছিলেন।

Advertisement

তখন রাস্তাতে ফের তাঁদের উপর হামলা চালান মাসুদুরের লোকজন। কোনোরকম প্রাথমিক চিকিৎসা সেরে তাঁরা গাজোল থানাতে যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকে বেপাত্তা পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। তাঁর তল্লাশি চালানো হচ্ছে। মহিলাটির শারীরিক পরীক্ষার পর তাঁর জবানবন্দি নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

Advertisement

Advertisement