• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

খড়গপুর মহকুমা হাসপাতালের পুনর্গঠনে হাত দিল স্বাস্থ্য দপ্তর

নতুন ভবনের চার তলায় অপারেশন থিয়েটার কমপ্লেক্স

ফাইল চিত্র

খড়গপুর মহকুমা হাসপাতালে পুনর্গঠনের কাজে হাত দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, বুধবার মহকুমা হাসপাতাল পরিদর্শন করে এ কথা জানান পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সৌম্য শংকর ষড়ঙ্গি। পরিদর্শনের সময় মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান ব্যানার্জি, পূর্ত দফতরের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়াররা, হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা এবং নার্সিং সুপারিটেনডেন্ট উপস্থিত ছিলেন।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, হাসপাতালের নতুন ভবনের চার তলায় অপারেশন থিয়েটার কমপ্লেক্স তৈরি করা হবে । এখানে তিনটি স্বয়ং সম্পূর্ণ ওটি এবং লেবার রুম তৈরি হবে। লেবার রুমে ছটি টেবিলের ব্যবস্থা থাকবে। এছাড়াও এই নতুন ভবনে প্রি নাটাল ও পোস্ট নাটাল ওয়ার্ড , অবজারভেশন ওয়ার্ড, পোস্ট সার্জিক্যাল ওয়ার্ড তৈরি করা হবে। হাসপাতালে নতুন ভবনের পুনর্গঠনের জন্য অর্থের সংস্থান রয়েছে। করোনাকালে যে টাকা খড়গপুর মহকুমা হাসপাতালে এসেছিল তার বাকি পড়ে থাকা অংশ এই কাজে লাগানো হবে। শুধুমাত্র রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদনের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হবে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. ষড়ঙ্গী আরো জানান, হাসপাতালের পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার জন্য কভার্ড পাথওয়ে তৈরির জন্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা, নতুন ভবনে টয়লেট কমপ্লেক্স তৈরির জন্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা, হাসপাতালের বার্ন ইউনিট এবং আইসিইউ ওয়ার্ডে শীততাপনিয়ন্ত্রিত ব্যবস্থার উন্নতিকরণের জন্য ২ লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই জেলা শাসক এই টাকা খরচ করার অনুমোদন দিয়েছেন।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরো জানান, এই মুহূর্তে খড়গপুর মহকুমা হাসপাতালে নবজাতকদের জন্য এসএনএসইউ চালু করা হচ্ছে না। যে সমস্ত হাসপাতালে বছরে তিন হাজার বা তার বেশি শিশুর জন্ম হয় একমাত্র সেই সব হাসপাতালে এসএনএসইউ চালু করা হয়। খড়গপুর মহকুমা হাসপাতাল এখনো অব্দি সেই সংখ্যায় নবজাতক জন্মগ্রহণ করে না।