• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চারচাকা ও বাইকের মুখোমুখি সংঘর্ষ

মৃত দম্পতি বাঘমুন্ডি থানার পাড়ডি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর গাড়িটিকে আটক করা হলেও গাড়িচালককে ধরা যায়নি।

প্রতীকী চিত্র।

বারবার সচেতন করা সত্ত্বেও বাইক দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। ফের চারচাকার সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক দম্পতির। প্রত্যক্ষদর্শীদের মতে, জামশেদপুর-বোকারো ১৮ নম্বর জাতীয় সড়কের সামনে দিয়ে বাইকটি যাচ্ছিল। অন্যদিকে, পুরুলিয়ার দিক থেকে একটি চারচাকা তীব্রগতিতে আসছিল।

আচমকা, বাইক ও চারচাকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে চুটু মাঝি ও রূপালি মাঝি নামের এক দম্পতি ছিলেন। ধাক্কার তীব্রতায় বাইক থেকে তাঁরা পড়ে যান এবং গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা বলরামপুর থানার পুলিশকে খবর দেন। তাঁরা তৎক্ষণাৎ এসে ওই দম্পতিকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু কোনো লাভ হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

জানা গিয়েছে, মৃত দম্পতি বাঘমুন্ডি থানার পাড়ডি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর গাড়িটিকে আটক করা হলেও গাড়িচালককে ধরা যায়নি। পুলিশ চালকের তল্লাশি শুরু করেছে। গাড়িটি ঠিক কতটা গতিতে আসছিল বা চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারে খবর দেওয়া হয়েছিল। তাঁদের বাড়িতে কেউ বিষয়টি মেনে নিতে পারছেন না।

Advertisement

Advertisement