শনিবার নদিয়ার বানপুর সীমা চৌকি এলাকায় বাংলাদেশ থেকে আসা প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল বিএসএফ। যদিও পাচারকারীদের কাউকে পাকড়াও করা যায়নি।
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার সকালে তাদের কাছে গোপন সূত্রে পাচারের খবর এসেছিল। সেই খবর পাওয়ার পর থেকেই সক্রিয় ছিলেন জওয়ানেরা। শনিবার বাংলাদেশের দিক থেকে কাঁটাতার পেরিয়ে দুই ব্যক্তিকে এ পারে এগিয়ে আসতে দেখে সন্দেহ হয় জওয়ানদের। দু’জনকে থামতে বললে তখনই কাঁটাতারের উপর দিয়ে একটি প্যাকেট ছুড়ে দিয়ে বাংলাদেশের দিকে পালায় দু’জন। এ পারে পাচারকারীদের কোনও প্রতিনিধি পৌঁছে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যান জওয়ানেরা। একটি সাদা এবং দু’টি বাদামি রঙের প্যাকেট উদ্ধার করেন তাঁরা।
প্যাকেট দু’টি খুলে মোট ১২টি সোনার বিস্কুট পান জওয়ানেরা। সঙ্গে সঙ্গে তাঁরা কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান। তার পর নিয়ম মেনে ওই সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে। জানা যাচ্ছে, বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ বানপুর সীমা চৌকি এলাকা থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ১,৬৬২ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ১.৫৬ কোটি টাকা। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে বিএসএফ।