• facebook
  • twitter
Monday, 10 November, 2025

রায়গঞ্জে বিস্কুটের কারখানায় আগুন

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আগুনে জ্বলছে কারখানার একটি অংশ।

মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরে একটি বিস্কুটের কারখানায় আগুন। রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে কারখানার একটি অংশে আচমকা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত কারখানার অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দমকলের প্রাথমিক অনুমান কারখানায় কোনও যান্ত্রিক গোলযোগের কারণে এই আগুন লেগেছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।