• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাজি ফাটাতে গিয়ে মালদহের বাজারে আগুন

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের পরিবেশ।

প্রতীকী চিত্র।

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের পরিবেশ। কোথাও বাজি ফাটানো হয়েছে তো কোথাও অকাল হোলি খেলা হয়েছে। তারই মাঝে অঘটন। বাজি ছিটকে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন লাগল। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে তিনটি দোকান। এর ফলে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।

মালদহের ফোয়ারা মোড়ে রয়েছে হকার্স মার্কেট। ব্যবসায়ীদের দাবি, রবিবার রাতে ভারতের জয়ের পর হকার্স মার্কেটের সামনে বাজি ফাটাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আচমকা আগুনের ফুলকি একটি দোকানে পড়ে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান।

Advertisement

Advertisement

Advertisement