নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারল বাস। এই ঘটনায় বাসের প্রত্যেক যাত্রীই কমবেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫-১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়া বিধানসভার বাখরাহাট রোডে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালক এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাসচালক মদ্যপ ছিলেন নাকি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্কর। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি দুটি বাসের রেষারেষিতে এই ঘটনা ঘটেছে। বিষয়টি আমি এসপিকে জানিয়েছি। দুটি বাসের মালিক সংগঠনের সঙ্গে আমি কথা বলব। স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। আহতদের প্রথমে শ্যামলী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্তত ১৫ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারাতেই ঘটে বিপত্তি। প্রতক্ষদর্শীদের দাবি, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটি। সেই সময় বেসরকারি বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন।