পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার দালালপুকুর এলাকায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম হাবু লায়েক (৪৫)। তিনি দালালপুকুরের পিছনের বস্তির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হাবুকে মদ্যপ অবস্থায় দালালপুকুরে নামতে দেখা গিয়েছিল। তারপর আর জল থেকে উঠে আসেননি তিনি। এলাকার বাসিন্দাদের দাবি, স্নান করার উদ্দেশ্যেই জলে নেমেছিলেন হাবু। তারপর আর জল থেকে উঠতে পারেননি। কিন্তু সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
Advertisement
উল্লেখ্য, শনিবার রাত থেকে হাবুর খোঁজ না পেয়ে চ্যাটার্জিয়া থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা রাত তল্লাশি চালিয়েও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর ব্যারাকপুর থেকে স্পিডবোট, ডুবুরি আনিয়ে রবিবার সকালে হাবুর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় পুকুরে নেমে নিজেকে সামলাতে পারেননি হাবু। এই কারণে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। দেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
Advertisement



