বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক গৃহবধূকে খুনের অভিযোগে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ গ্রেফতার করলো ভানু মাল নামে বছর চল্লিশ বয়সী এক ব্যক্তিকে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। জানা গিয়েছে, নলহাটির ফুচু মাল নামে বছর ছত্রিশের ওই মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে বিহারে রয়েছেন। তাঁর স্ত্রী ফুচু মালের ছেলের মেসোশ্বশুর পেশায় রাজমিস্ত্রী ভানু মাল রামপুরহাটে একটি বহুতল নির্মাণের কাজ করছেন। ওই বহুতলেরই দোতলার একটি ঘরে তিনি থাকেন। সেখানেই নির্মাণ শ্রমিক হিসেবে ভানু মাল সম্পর্কিত বেয়ান ফুচু মালকে নিয়ে এসে রাখেন।
শনিবার ২৪ আগস্ট তাঁরা উভয়েই সাঁইথিয়া আসেন এবং সন্ধ্যায় রামপুরহাট ফিরে গিয়ে নির্মীয়মান ওই আবাসনের দোতলার ঘরে উভয়েই ছিলেন। রবিবার ২৫ আগস্ট সকালের দিকে সেখানেই ফুচু মালকে পরে থাকতে দেখা যায়। সেই সময় সেখানে ভানু মাল ছিলেন না। ফুচু মালকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এরপরই রামপুরহাট থানার পুলিশ স্থানীয় এলাকা থেকে ভানু মালকে গ্রেফতার করে।
Advertisement
Advertisement
Advertisement



