‘গাজওয়াতুল হিন্দ’-এর কথা বলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বগডহরা গ্রামে। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম মোস্তাক মণ্ডল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে তিনি সামাজিক মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর সেই পোস্টের জন্য ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে বলেও দাবি করা হয়। মোস্তাক গাজওয়াতুল হিন্দ–এর নাম করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন বলে খবর পায় পুলিশ। এরপর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়। তদন্তের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানতে পেরেছে, এই বিদ্বেষমূলক পোস্ট আরও বেশি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মোস্তাকের। সেই চেষ্টাও করা হচ্ছিল। সমাজমাধ্যমের একটি গ্রুপ থেকে এই বিদ্বেষমূলক পোস্টটি তিনি সংগ্রহ করেছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই বিতর্কিত পোস্টটি সমাজমাধ্যম থেকে মুছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। সেই পোস্টটি তৈরির কাজে যাঁরা জড়িত ছিলেন তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।