ফের খড়গপুর আইআইটির ছাত্রাবাস থেকে উদ্ধার হল এক ছাত্রের মৃতদেহ। গত চার মাসে এই নিয়ে তৃতীয় বার। একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে আইআইটি ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্কের পরিবেশ।
শনিবার রাতে আইআইটির মদনমোহন মালব্য ছাত্রাবাস থেকে ঘরের দরজা ভেঙে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের দেহ উদ্ধার করে পুলিশ। আসিফের বাড়ি বিহারের শিওহর জেলার গড়হাইয়া গ্রামে। শনিবার রাতে বন্ধুরা ডাকাডাকি করে আসিফের কোনো সাড়া না পাওয়ায় হলের নিরাপত্তাকর্মীদের খবর দেয়। নিরাপত্তাকর্মীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ এসে দরজা ভেঙে ফ্যান থেকে দড়ি দিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। আইআইটির ডা; বি সি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোয়াশা রয়েছে।
গত ১২ জানুয়ারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র শাওন মালিকের ঝুলন্ত দেহ খড়গপুর আইআইটির আজাদ হল থেকে উদ্ধার করা হয়। ২১ এপ্রিল ওশেন ইঞ্জিনিয়ারিং এন্ড নাভাল আর্কিটেকচারের চতুর্থ বর্ষের ছাত্র অনিকেত ওয়াকার (২২)-এর দেহ খড়গপুর আইআইটির আচার্য জগদীশচন্দ্র বসু ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার হয়।
একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খড়গপুর আইআইটিতে আতঙ্কের ছায়া ছড়িয়ে পড়েছে। তৃণমূল কাউন্সিলর অপূর্ব ঘোষ বলেন, ছাত্রদের মনস্তত্ত্বের দিকে কর্তৃপক্ষের আরো কঠোর নজর রাখা উচিত। আইআইটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কর্তৃপক্ষ মৃত ছাত্রের পরিবারের পাশে রয়েছে। পুলিশ তদন্ত করছে। ইনস্টিটিউট কর্তৃপক্ষ তদন্তে সব রকম সহযোগিতা করছেন।