• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মালদহের যুবতীকে ফুঁসলিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ

মালদহের এক যুবতীকে ফুঁসলিয়ে পাচার করার অভিযোগ উঠেছে বাংলাদেশের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে তিনি বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন।

প্রতীকী ছবি

মালদহের এক যুবতীকে ফুঁসলিয়ে পাচার করার অভিযোগ উঠেছে বাংলাদেশের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে তিনি বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন। কীভাবে তাঁকে ভারতে ফিরিয়ে আনা যায় তা নিয়ে চিন্তায় পরিবারের সদস্যরা। এই ঘটনায় ফের একবার শাসক ও বিরোধীর মধ্যে সংঘাত প্রকাশ্যে এসেছে। ভারত–বাংলাদেশ সীমান্তে মহিলা পাচারের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে দায়ী করেছে বিরোধীরা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, সীমান্তে পাহারার দায়িত্বে থাকে বিএসএফ। এই ঘটনায় তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব।

বাংলাদেশের জেলে বন্দি ওই যুবতী মালদহের বামনগোলা থানার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি নিখোঁজ হন। বামনগোলা থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই যুবতীকে আটক করেছে। পরে বাংলাদেশের সপাহার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে ছিলেন বাংলাদেশের এক যুবক মাসুদ।

Advertisement

পরিবারের দাবি, মাসুদের সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয়েছিল ওই যুবতীর। তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সেই সময় বিজিবি তাঁকে আটক করে। এখন কীভাবে মেয়েকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা যাবে তা তাঁরা বুঝতে পারছেন না। এই নিয়ে বিজেপির অভিযোগ, মালদহে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় মহিলা পাচার চক্র সক্রিয়। এ জন্য রাজ্যের পুলিশের উদাসীনতাই অনেকাংশে দায়ী।

Advertisement

অন্যদিকে, বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার জানিয়েছেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফের। কীভাবে ওই যুবতী সীমান্ত পার করলেন তার জবাব বিএসএফের কাছ থেকে চেয়েছেন তিনি। এই ঘটনায় বিজেপির বাড়বাড়ন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অশোকবাবু। কীভাবে ওই যুবতীকে ফেরত আনা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement