• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জোড়া পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। বুধবার ভোরে খানাকুলের গোপালনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে পিকআপ ভ্যান।

প্রতীকী চিত্র।

জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। বুধবার ভোরে খানাকুলের গোপালনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন চারজন। মৃতদের নাম শেখ আজিজুর রহমান ও শেখ মমিন আখতার। আজিজুলের বাড়ি খানাকুলের খুনিয়াচক ও মমিনের বাড়ি খানাকুলের শাবলসিংহপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুল থেকে মোট ৯ জন পিকআপ ভ্যানে গরু কিনতে মায়াপুর যাচ্ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যান্ত্রিক গোলোযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে খানাকুল ও পরে আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

অন্যদিকে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর পানাগড় সেনা ছাউনির ৩ নম্বর গেটের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একটি মোবিল বোঝাই ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকের গতি এতটাই বেশি ছিল যে সেটির সামনের অংশে ট্যাঙ্কারটির পিছনের অংশ ঢুকে যায়। ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় চালক ও খালাসির দেহ।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় দু’জনের দেহ উদ্ধার করে। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের আসানসোলগামী রাস্তায় বন্ধ হয়ে যায় যানচলাচল। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক করে।

Advertisement